বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডলসহ সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্ধ অংশ নেয়। পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.