বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন প্রমূখ।
এছাড়া উপজেলা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, চেঁচরী রামপুর মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যথযোগ্য মর্যদায় দিবসটি পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.