বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের কলেজ রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদল নেতা মো. শফিকুল ইসলাম রাসেল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ মো. আখতার হোসেন নিজাম মীরবহর। বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন প্রমূখ।
সভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তিসহ সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের উপর হামালা মামলার তীব্র প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি জানান। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করারও আহ্বান জানান। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.