বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগন্তার পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বিকালে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বজলুল করিম।
উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ মহসিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও কাঠালিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ শাহ জালাল সাজ্জাদ, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোহনা টিভির প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, কাঠালিয়া বার্তা’র বার্তা সম্পাদক ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদ হোসেন, ঠিকাদার মোঃ মামুন হোসেন ও স্বজন সমাবেশের সদস্য মোঃ সিফাত হোসেন প্রমূখ।
আলোচনা সভায় দৈনিক যুগান্তরের সমৃদ্ধি কামনা করা হয়। পরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রæপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রায়ত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.