সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তালতলা বাজার সংলগ্ন বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন শেষে কালী মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা ববি মিতু, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মিঠু সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, নারায়ন কাঞ্জিলাল বাবুল ঠাকুর প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : প্রার্থীতা ফিরে পেলেন ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.