ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পশ্চিম আউরা এলাকায় আশ্রায়ন প্রকল্পের ঘরে বাস করেন চুন্নু মিয়া (৬০) ও তার স্ত্রী হাসিনা বেগম। চুন্নু মিয়ার সংসার চলে ভিক্ষার টাকায়। ৩০ বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় পায়ে চোট লাগে। এরপর থেকে কোন কাজ করতে না পাড়ায় অসহায় হয়ে পড়েন। আর্থিক অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসা করাতে পারেনি। তবে ঘর বাড়ি হারিয়ে কোন মতে বেঁচে আছেন। ৮ বছর অন্যের বাড়িতে বসবাসের পর এখন চুন্নু মিয়া নিজের বাড়িতে থাকেন। যে বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত লকডাউনে দোকান-পাট বন্ধ ও লোক সমাগম না থাকায় ভিক্ষা করে পর্যাপ্ত অর্থ পাচ্ছেন না। তাই অর্ধাহারে অনাহারে মানবেতর দিন কাটছে চুন্নু মিয়ার। চুন্নু মিয়ার উপজেলা সদর ইউনিয়নের জয়খালী গ্রামের মৃত মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
চুন্নু মিয়া বলেন, দীর্ঘদিন অন্যের বাড়িতে থেকেছি। অবশেষে প্রধানমন্ত্রী আমাকে একটি ঘর উপহার দিয়েছেন তাই আমি অনেক খুশি। আমার সংসার চলে ভিক্ষার টাকায় কিন্তু কঠোর লগডাউনে ঘর থেকে বেড় হতে পারছি না। যদিও বেড় হই দোকানপাট বন্ধ থাকায় লোকজন বেশি না থাকার কারণে ৩০ থেকে ৪০ টাকা পাই। তা’দিয়ে সংসার চলে না। আমিও শারীরিক ভাবে অসুস্থ। এখন কোথায় যাবো ও কি যে করবো বুজতে পারছি না।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.