আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল হোসেনের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বাদ মাগরিব ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মরহুমের নিজবাড়ি মতি মহলে পরিবারের উদ্যোগে এই আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী, রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার কয়েক শতাধিক আলেমে দ্বীন, ওলামায়ে কেরামগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মোনাজাতের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বাবার স্মৃতিচারণ করে বক্তাব্য রাখেন, বড় ছেলে শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন ও ছোট ছেলে আব্দুল আলিম হোসেন।
মিলাদ মাহাফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐতিয্যবাহী চৈতা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল হক খান। এদিকে একইদিনের বাদ জুমা কাঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রায় এক শতাধিক মসজিদ ও এতিমখানায় শুক্রবার বাজ জুমা কুরআন খতম ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.