বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্মলহোল্ডার এ্যাগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় রবি/২০২২-২০২৩ মৌসুমে বাস্তবায়িত উচ্চ মূল্যে দানা জাতীয় ফসল (ভূট্টা) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামার বাড়ির উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামার বাড়ির অতিরিক্ত উপ পরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর, মো. রিফাত সিকদার, ইসরাত জাহান মিলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রহিম।
বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাওলানা মো. খাইরুল আমীন ছগির ও মো. মোসারেফ হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.