বার্তা ডেস্ক:
ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহা সড়কের সাতানী বাজার সংলগ্ন খালের উপরের আয়রন ব্রীজটি (সাতানী ব্রীজ) ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সাথে রাজাপুর, জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সাথে এই রুটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক ব্রীজ দিয়ে পারাপারকালে ব্রীজ ভেঙ্গে ট্রাকটিসহ ব্রীজের মাঝের অংশ খালের মধ্যে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারণে বুধবার দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলাবাসীসহ সকল পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিষখালী নদীর শাখা সাতানী খালের উপর ১০০ফুট দীর্ঘ ব্রীজটিতে মালামালসহ ট্রাক ওঠার কারণে ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে যায়। ১৮/২০ বছর পূর্বে লোহার খুঁটির উপরে ইট-সিমেন্ট ঢালাই করে এ ব্রীজটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতোদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি পারাপার হতো।
কাঠালিয়া থানা অফিসার ইনার্জ পুলক চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে পাথরভর্তি একটি ট্রাক ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়, তবে ট্রাকে আরহীদের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.