বার্তা ডেস্ক:
দেশের বিভিন্ন এলাকায় পাঁচ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে ঝালকাঠির কাঠালিয়ায় ৮ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাস হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.