চেঁচরী রামপুর প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সাইফুল মিয়া (২৭) নামের এক যুবক মারা গেছেন।
আজ রোববার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে সাইফুল বিদ্যুতায়িত হন।
পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাইফুল মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের এসকানদার মিয়ার ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে দিনমজুরের কাজ করতে পাশ্ববর্তী পশ্চিম চেঁচরী গ্রামে যায় সাইফুল। দুপুরের দিকে গাছের ডাল কাটার সময় কাটা ডাল পল্লী বিদ্যুতের তারের উপর পরলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.