বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স ভবনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আইজিএ প্রশিক্ষনার্থীদের নিয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আয়শা সিদ্দিকা।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন কাঠালিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, প্রশিক্ষক হালিমা খাতুন প্রমুখ।
ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.