বার্তা ডেস্ক:
ঝালকাঠি কাঠালিয়ায় ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার উদ্যোগে "আপনার চোখকে ভালবাসুন" এই স্লোগানে কাঠালিয়া কেন্দ্রের সহয়তায় তারাবুনিয়া বাজারে ৬ জুন সোমবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে এং প্রেসক্রিপশন সহ সানী রোগীদের ফ্রি অপারেশন এবং বিদেশি লেন্স সংযোজন করা হবে এবং অপারেশন চলাকালীন সময়ে থাকা খাওয়ার ব্যবস্থাও ফ্রী করা হয়েছে। প্রায় ১০০ চক্ষু রোগীর মধ্যে ৩০ জনকে সানী রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে তারাই শুধু মাত্র এসব সুবিধা পাবে।বাকী রোগীদের চোখ পরীক্ষা সহ প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। গ্রামীন জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অসচ্ছল, গরীব ও অসহায় মানুষেরা যাতে চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে দিগকে লক্ষ্য রেখে শিক্ষক ও সাংবাদিক মোঃ লিয়াকত আলী জমাদ্দার তার নিজ অর্থায়নে চক্ষু রোগীদের বিনামূল্যে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করেন। তার বাড়ী কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.