নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় কামাল হোসেন নামের এক প্রতিবন্ধির আমন ধান দূর্বৃত্তরা কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। বৃহস্পতিবার উপজেলার আওরাবুনিয়া গ্রামের পূর্ব ছিটকি এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধি হওয়ায় এবং আপনজন না থাকায় ধান কাটায় বাধা দিতে পারেনি কামাল হোসেন। স্থানীয় লোকজনের সহায়তা চাইলেও দূর্বৃত্তদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। শুধু দূর থেকে ধান কাটার দৃশ্য দেখতে পেয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবন্ধি কামাল হোসেন সরদার জানান, ২০১৮ সালে উপজেলার আওরাবুনিয়া গ্রামের পূর্ব ছিটকি মৌজার ৪০ শতাংশ সরকারি খাস জমি তাকে বন্ধোবস্ত দেওয়া হয় তাকে। নিয়মিত খাজনা পরিশোধ করে জমি ভোগ দখল করে আসছেন তিনি। জমিতে শ্রমিক দিয়ে ধান রোপন করান এ প্রতিবন্ধি। বৃহস্পতিবার একই এলাকার আব্দুল খালেক সিকদার, মানিক সিকদার, আব্দুল হক সিকদার, হেমায়েত হাওলাদার, সোহেল হাওলাদার ও সোহাগ হাওলাদারসহ তাদের লোকজন প্রতিবন্ধির ধান কেটে নেয়।
এ ব্যাপারে আব্দুল হক সিকদার জানান, তাদের জমির পাশে সরকারি খাস জমি আছে এ জমি ভোগ দখল করে আসছেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান বিষয়টি তার এক আতœীয়র মাধ্যমে মোবাইল ফোনে আমি জেনেছি। বিষয়টি দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.