ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে ইয়ামিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইয়ামিন কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের রাজমিস্ত্রী মিরাজ মোল্লার ছেলে। ইয়ামিন খালের পানিতে ডুবে মারা গেছে বলে ওই শিশুর পরিবারের বরাদ দিয়ে জানায় পুলিশ।
রাজাপুর থানার এস আই সুব্রত পরিবারের বরাদ দিয়ে জানান, পরিবারের সকলের অজান্তে বসতঘরের পাশের খালে পড়ে নিখোজ হয় ইয়ামিন। খোজাখুজির এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে এবং পুলিশকে অবহিত করে। পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.