বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আ'লীগের পদ বঞ্চিত শতাধিক আ'লীগ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলা শহরে সাবেক উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক তরুন সিকদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক তরুন সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি।
আরও পড়ুন : কাঠালিয়ায় পানিতে ডু’বে আরেক শিশুর মৃ’ত্যু
কিন্তু কেন্দ্রীয় কমিটি নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদকব্যবসায়ী এবং নারী কেলেংকারীর সাথে জড়িতদের কমিটিতে অর্থের বিনিময় গুরুত্বপ‚র্ণ পদ দেয়া ও যোগ্য-ত্যাগী কর্মীদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে। এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। কমিটি বাতিল করা না হলে আগস্টের পর কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মস‚চির হুঁশিয়ারি দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.