কাঠালিয়া প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের ১৪ দিনেও খোঁজ মেলেনি মা-মেয়ের। উপজেলার ছোনাউটা গ্রামের কুয়েত প্রবাসী সাইদুল ইসলাম ওরফে মঞ্জু এর স্ত্রী কুমকুম বেগম (২৮) ও কন্যা মারিয়া জান্নাত (০৬) নিখোঁজ হওয়ার ১৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। গত ২৫ মে ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলার আমুয়া বন্দর থেকে তারা নিখোঁজ হন। এ বিষয়ে কাঠালিয়া থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
নিখোঁজের শাশুরী ফাতিমা বেগম জানান, ২৫ মে বৃহস্পতিবার সকালে কুমকুম বেগম তার মেয়েকে আমুয়া লঞ্চঘাট আলহাজ¦ আব্দুল মজিদ খান নূরানী তালিমুল কুরআন হাফিজি মাদ্রাসার প্লে শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য নিয়ে যান। তারা পরীক্ষা শেষে বাসায় না ফেরায় মাদ্রাসা ও মঞ্জুর শশুর বাড়ীতে খোঁজাখুজি করে তাদের পাওয়া যায়নি। কুমকুম তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম তার পিতার বাড়ীতে রেখে যান। সে প্রায়ই তার পিতার বাড়ীতে রাত্রি যাপন করত। এ ব্যাপারে গত ২৭ মে ২০২৩ তারিখ কাঠালিয়া থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদের উদ্ধার বা খোঁজ দিতে পারেনি। আজ ০৭ জুন সাংবাদিকদের কাছে প্রবাসী মঞ্জুর মা ফাতিমা বেগম এসব কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.