বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দড়ি ও দাফনের কাপড় কেনাসহ মৃত্যুর সব প্রস্তুতি সম্পন্ন করে গলায় ফাঁস দিয়ে চান মিয়া দর্জি (৪৫) নামের এক ইজিবাইক চালক আত্মহত্যা করেছেন।
উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে রোবরার এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার (২৮ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেছে।
আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান জানান, আমি ঘটনাস্থান পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জেরে চান মিয়া দড়ি ও দাফনের কাপড় কেনাসহ মৃত্যুর প্রস্তুতি নিয়ে আত্মহত্যা করেছে।
কাঠালিয়া থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে চান মিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। রাতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.