বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে একই পরিবারের দুই শিশু চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আমুয়া-কাঠালিয়া আঞ্চলিক মহা সড়কের আমুয়া জিরো পয়েন্টের মুসা মাকেটের নিকটে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুইটি নাম মাইশা আক্তার (৮) এবং ফাতিমা আক্তার(৫)। মাইশা আক্তার হার্ডওয়্যার ব্যবসায়ী মো. মাহবুব হোসেনের মেয়ে এবং তারই আপন ছোট ভাই মো. হুমায়ুন কবিরের মেয়ে ফাতিমা। মৃত মাইশা এবং ফাতিমা আপন দুই চাচাতো বোন। এদের বাড়ি উপজেলার মরিচবুনিয়া গ্রামে।
শিশুদের পরিবার বলছে, দুই বোন বাড়ির পাশেই খেলছিল। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এ সময় পাশের ডোবায় পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমুয়া ইউপি চেয়াম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান জানান, শিশু মাইশা ও ফাতিমা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে রাস্তার পাশর্^বর্তী ডোবায় পড়ে নিখোঁজ হয়। খোঁজা-খুজির পর ডোবা থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
আরও পড়ুন : কাঠালিয়ায় এক নারীসহ ২ জনের লা’শ উদ্ধার
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.