বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মানিক বেপারী (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়। মানিক বেপারী উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের খবির উদ্দিনের ছেলে।
স্বজনারা জানান, গতকাল তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দুই ঘন্টা ব্যবধানে তার মৃত্যু হয়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সে মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নকিরুল ইসলাম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর বিলম্ব করে হাসপাতালে নেয়ায় পানি শূণ্যতায় মানিক বেপারীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আমুয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে বিলম্ব হওয়ায় মানিক বেপারীর অবস্থা ছিলো অনেকটা সংকটাপন্ন।
এ ছাড়া তার হার্টের সমস্যা ছিলো, তাই স্ট্রোক করে মানিক বেপারীর মৃত্যু হয়েছে বলে আমাদের ধারনা।
মঙ্গলবার আছর নামাজবাদ মানিক বেপারীকে নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.