বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইদ্রিস শরীফকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে থানার এসআই মাহমুদুল হক মিল্টন, এএসআই সুমন মিয়া ও এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরিচবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত ইদ্রিস শরীফ উপজেলা মরিচবুনিয়া গ্রামের মৃত আজাহার শরীফের ছেলে। ইদ্রিস শরীফের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুরাদ আলী জানান, ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইদ্রিস শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাঠালিয়া থানাসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.