বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৫ জুয়ারিকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন।
জানাযায়, গত শনিবার উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে প্রকাশে জুয়া খেলার সময় ৫জনকে আটক করে। পরে ভ্রম্যমান আদালতে হাজির করা হলে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় ৪জনকে এক মাসের জেল ও এক জনকে ১০ দিনের জেলসহ প্রত্যেককে ১’শ টাকা করে জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার আনইলবুনিয়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুল জলিল (৬০), একই গ্রামের মো. পনু হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (২১), একই গ্রামের মৃত- সেকান্দার হাওলাদারের ছেলে আব্দুল রহিম (৩৮), লেবুবুনিয়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আব্দুল সালাম (৫৮) ও একই গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে মো. এমাদুল (৩২)।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.