নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ”সময়ের অঙ্গিকার,কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা অধিদপ্তর, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার আনোয়ারা বেগম রুবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এস,এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক (প্যান) বরিশাল অঞ্চলের কো-অডিনেটর, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা সুজন সম্পাদক ফারুক হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু এ্যাডভোকোসি ফোরাম জেলা সমন্বয়কারি মো.জাকির হোসেন দুলাল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী ও প্রেস ক্লাবের মহিলা সম্পাদক ইসরাত জাহান রুমা, শিক্ষার্থী শারমিন আক্তার ও গৃহিনী সুচিত্রা রানী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.