বার্তা ডেস্ক:
ঝালাকাঠি কাঠালিয়ায় জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (জলবায়ু পরির্বতন অনুবিভাগ) অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. মিজানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (উন্নয়ন অনুবিভাগ) অতিরিক্ত সচিব সঞ্জায় কুমার ভৌমিক, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এ সময় কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফতিমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, শিশির দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম লিটন, রেবা রানী মন্ডল, মো. শাখাওয়াত হোসেন অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.