বার্তা ডেস্ক:
দেশ থেকে জলাতঙ্ক র্নিমূলের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ উপলক্ষ্যে কাঠালিয়া উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মো. উচ্ছাস আবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এমডিভি প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার শিশির চক্রবর্তী ও মো. সোহান ইমতিয়াজ প্রমূখ।
সভায় আগামী রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫দিন উপজেলার ৬টি ইউনিয়নে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম চলবে এবং দেশ থেকে জলাতঙ্ক র্নিমূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.