বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ ইছালে ছাওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ্ কাঠালিয়া উপজেলার শাখার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ্ (মা.জি.আ.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আমির হোসেন।
মাহফিলে প্রধান অতিথি ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ্ মুসলিম উম্মার মুক্তি কামনায় ওয়াজ নছিহত করেন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। এছাড়া মাহফিলে তারপূর্বে পীর সাহেবের সফর সঙ্গী ও দেশ বরন্য ওলামায়ে কেরাম ওয়াজ নছিহত করেন।
অনুষ্ঠানে জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া শাখার নেতৃবৃন্দ, মুহিব্বীন, দলমত নির্বিশেষে বিভিন্ন সেলসেলার মুসলমানসহ প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অংশনেয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.