সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় বিশেষ অভিযানে চার নারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো.শহীদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন উপজেলার বলতলা গ্রামের আঃ বারেক খানের ছেলে রিয়াজ খান, পাটিখালঘাটা গ্রামের কায়সার তালুকদারের ছেলে মো.মহারাজ তালুকদার, বানাই গ্রামের খলিলুর রহমান খানের ছেলে আল আমিন হোসেন, দক্ষিন কৈখালী গ্রামের ফুল মিয়া ডাকুয়ার মেয়ে মালা আক্তার, ছেলে আলআমিন ডাকুয়া, বলতলা গ্রামের আঃ সালাম হাওলাদারের স্ত্রী সাহিদা বেগম, একই গ্রামের আঃ সালাম হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম, কৈখালী গ্রামের ফরিদ আকনের মেয়ে ফারজানা আক্তার, বলতলা গ্রামের মনোরঞ্জন হাওলাদারের ছেলে মনোজ হাওলাদার, একই গ্রামের লিটন চন্দ্র বেপারীর স্ত্রী করুনা রানী, মৃত নিকুঞ্জ বেপারীর ছেলে লিটন চন্দ্র বেপারী এবং ছোনাউটা গ্রামের আবদুল বারেক খানের ছেলে মেহেদী হাসান শুভ।
আরও পড়ুন : কাঠালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৪
থানা অফিনার ইনচার্জ (ওসি) মো.শহীদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে এসব আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.