বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার পর থেকে এ উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবুও বৃষ্টি যেনো গরমে প্রশান্তি নিয়ে এসেছে।

জানাযায়, ঘূর্ণিঝড় অশনি আগামী বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা রয়েছে। তাই উপকূলীয় জেলাগুলোতে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

কচুয়া খেয়াঘাটের ব্যবসায়ী রুহুল আমীন জানান, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। শুনেছি বন্যা হবে। তবে এখন পর্যন্ত বন্যার তেমন কোন প্রভাব দেখছি না।

কাঠালিয়ার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ঝুঁকি নিয়ে বিষখালী নদী পাড় হয়েছি। নদীতে তেমন তুফান না থাকলেও ঘূর্ণিঝড় অশনি’র জন্য ভয়ে ভয়ে নদী পাড় হতে হয়েছে।

কাঠালিয়া লঞ্চঘাটের ইজারাদার মো. তুহিন সিকদার বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বৃষ্টি শুরু হয়। তবে নদীর পানি স্বাভাবিক রয়েছে। লঞ্চও চলাচল করছে। এখন পর্যন্ত লঞ্চ বন্ধের কোন নির্দেশনা আসেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান বলেন, সকাল থেকে আমি বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিয়েছি। কোথাও কোনো সমস্যা নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্ক সংকেত বাড়লে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana