নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে গোদরোগ বিষয়ে সামাজিক উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার। মূল বিষয়ের উপর মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন ডাঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সুশিল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার ৩৫জন অংশ নেয়। গোদ রোগের কারণে বিকলঙ্গতা প্রতিরোধে সামাজিকভাবে করনীয় বিষয় আলোচনা করা হয়।
ফাইলোরিয়াসসি নির্মুল, ক্রিমিনিয়ন্ত্রন ও ক্ষুধে ডাঃ কার্যক্রম, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর লেপ্রা বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করেন।
গোদরোগে আক্রান্ত্র ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ত্বকের যতœ নেওয়া, পা উচুতে রাখা, ব্যায়াম চর্চা ও আরামদায়ক স্যান্ডেল ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.