বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ বেশিরভাগ মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় করছেন বেশিরভাগ মানুষ।
কাঠালিয়া বাসষ্ট্যান্ড এলাকার মো. সবুজ হাওলাদার নামের এক দিনমজুর বলেন, ‘গরমে কাজ করতে পারছি না। তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে দুই এক গ্লাস পানি পান করছি। কিছু তো করার নেই।
ওই এলাকার মো. রিপন নামের এক শ্রমিক বলেন, ‘প্রচণ্ড গরম আর রোদের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে কোনও যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.