বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাড়ির পাশের খাল থেকে মো. নজরুল ইসলাম (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাড়ীর পাশের খালের চরে ওই যুবক কচু গাছের চারা লাগাতে গিয়ে খালে পড়ে নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ১১টায় দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের মো. আউয়াল সরদারের পুত্র।
স্থানীয় ও পাবিবারিক সূত্রে জানাযায়, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ঘটনারদিন দুপুরে বাড়ীর পাশের খালের চরে কচু গাছের চারা লাগাতে গিয়ে খালে পড়ে নিখোঁজ হয়। পরে বুধবার গভীর রাতে তার বাড়ির পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু জানান, মৃত নজরুল মৃগী রোগী ছিলেন। তিনি বুধবার দুপুরে বাড়ীর পাশের খালের চরে কচু গাছ লাগাতে গিয়ে অসুস্থ হয়ে খালে পড়ে নিখোঁজ হয়। পরে গভীর রাতে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.