বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার ৬টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবে গানের বাদ্যযন্ত্র হারমোনিয়াম, তবলা এবং ক্রামবোর্ড ও দাবা খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সভাকক্ষে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নাসরিন আক্তারের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, প্রশিক্ষক হালিমা খাতুন ও সনিয়া ইয়াসমীন প্রমুখ।
এরপূর্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচি (আইজিএ) প্রকল্পের আওতায় ১১তম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন ঐশি আক্তার, নিরঞ্জনা, মুন্নি ও অনামিকা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.