সাকিবুজ্জামান সবুর:
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি থানা চত্ত¡র থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউপি চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ফোরকান, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো.মিঠু সিকদার, থানার উপ পরিদর্শক (এসআই) মো.আহসান উল্লাহ ও ইউপি সদস্য মো.নকিরুল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.