সাকিবুজ্জামান সবুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় শ্রদ্ধা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ শ্রদ্ধা ও স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও পলিটব্যুরার সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মো. আবুল হোসেন, মো. আবুল কালাম শরীফ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, কাঠালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।
উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএম তারিকুজ্জামান অনুষ্ঠানে সঞ্চালনা করেন। সভাশেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.