বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার সাফিয়া বেগম (৫৫) নামে এক নারীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশ থেকে ভুলে ভরা বানানের একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে প্রথম অংশে দুইবার ছেলের নাম পরে নিজের নামসহ লেখা রয়েছে,‘‘ দুলাল দুলালরে সাফিয়া আমার সামির ছেলের কোন দোসে দাই না আমার ভুলের ছতোনায়ে মরলাম।’’
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ আওরাবুনিয়া (কুড়িরহাওলা) গ্রাম থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। সাফিয়া বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ জব্বার মাঝির প্রথম স্ত্রী।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঘরের দরজা খোলা থাকায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে কয়েকজন মহিলা ঘরে প্রবেশ করে। এসময়ে পিছনের রুমের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা এইচ এম শাহিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.