বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দার সহ ১৪ জনের নামে উল্লেখ করে আদালতে মামলা (সিআর মামলা নং-১৮৪/২০২১) হয়েছে। উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি না হতে পেরে ক্ষিপ্ত হয়ে চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ ও তার দলবল মাদ্রাসার সুপার ও সভাপতিকে মারধরসহ বাড়ি ঘরে হামলার অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতি মহিষকান্দি গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মো. মনির হোসাইন সরদার বাদী হয়ে গত ২২ ডিসেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এতে চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দারকে প্রধান আসামী করা হয়। আদালত মামলাটি তদন্তে জন্যে পিবিআইকে দায়িত্ব দেন এবং আগামী ১৬ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে পিবিআইকে তদন্তের প্রতিবেতন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দার ছাড়াও মো. হাবিব জমাদ্দার, রফিকুল ইসলাম বাচ্চু জমাদ্দার, মো. গিয়াস উদ্দিন সেন্টু মিয়া, আঃ কাদের হাওলাদার, পলাশ খান, মুরাদ খান, রায়হান জমাদ্দার, জিল্লুর জমাদ্দার, আবুল বাশার বাবু সরদার, সোহেল ডাক্তার, আঃ রহিম হাওলাদার, খোকন হাওলাদার ও রিপন কবিরাজসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্যে চেয়ারম্যান হারুন অর রশিদ বেআইনী ভাবে পূর্ব থেকেই সুপারের উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে মহিষকান্দি গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মো. মনির হোসাইন সরদার সভাপতি নির্বাচিত হন। চেয়ারম্যান হারুন অর রশিদ সভাপতি না হতে পেরে ক্ষিপ্ত হয়। পরে তার লোকজন ২০ ডিসেম্বর ২০২১ তারিখে মাদ্রাসার সুপার সৈয়দ মো. মোয়জ্জেম হোসেনের বাড়িতে হামলা চালায়। এতে সুপার সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সভাপতি মো. মনির হোসাইন সরদারসহ একাদিক লোক আহত হয়। হামলাকারীরা ঘরের মালামাল ক্ষতি সাধন করে। এ সময় তারা সুপার সৈয়দ মো. মোয়জ্জেম হোসেন ও সভাপতি মো. মনির হোসাইন সরদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দারকে আজ শনিবার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.