বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলণ, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, দুর্নীতি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি সেলিনা পাপরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, শিক্ষার্থী নওশিন আনজুম প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
https://youtu.be/DBfERcbFOB4
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.