সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পোড়ানোর দায়ে আটটি ইট ভাটায় অভিযান চালিয়ে দুটি ইট ভাটার মালিককে ৪লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া ও রগুয়ার চরে অভিযান চালিয়ে ব্রিক ফিল্ডের চিমনি ভাংচুর ও ভাটা ধ্বংস করা হয়। এছাড়া একইদিন কাঠালিয়া ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে দুই লাখ টাকা ও আমুয়া মোল্লা ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় পানি দিয়ে বেশ কিছু ইট ও স্থাপনা ধ্বংস করা হয়। সেইসাথে ৮টি ইটভাটাই বন্ধ করে দেন ভ্রম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
বন্ধ করে দেয়া ভাটাগুলো হচ্ছে উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. শহীদুল ইসলামের ৩টি, গাজী সালামের ১টি, মেহেদীর ১টি ও চুন্নু ফকিরের ১টি, কাঠালিয়া সদরের ১টি ও আমুয়া ইউনিয়নের ১টি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, লোকালয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা প্রস্তুতের দায়ে ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের লক্ষ্যে পৃথক ৮টি ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.