ঝালকাঠির কাঠালিয়ার ঝুমুর আক্তার (২০) নামের এক মানুষিক প্রতিবন্ধী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার (৯জুন) সকালে বাড়ী থেকে নিখোঁজ হন ওই প্রতিবন্ধী। নিখোঁজ ঝুমুর আক্তার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক মো.আবদুল জলিল হাওলাদারের কন্যা।
ঝুমুর আক্তারের পিতা আবদুল জলিল জানান, বুধবার সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যান তিনি। এসময় ঘরের সবাই ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে তার স্ত্রী দেখেন ঝুমুর বিছানায় নেই। বিভিন্ন স্থানে বহু খোঁজাখুজির পর এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়নি। তবে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনকে জানানো হয়েছে জানান ঝুমুরের পিতা।
ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, ঝুমুরের বাবা জলিল হাওলাদার মেয়ে নিখোঁজের বিষয়টি আমাকে জানায়। দুই বছর আগেও একবার ঝুমুর নিখোঁজ হয়েছিল। পরে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ বাজারে তাকে পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.