বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র ছৈলার চরে এ মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল সাহা।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব হাজী শামীম, শহীদ পরিবারের সন্তান মো. আসিফ মানিক, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন উজ্জল জমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. ফজলুল হক, মো. শাহজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা সন্তান মো. শাহ আলম সানি, শহীদ পরিবারের সন্তান জিয়া ইসলাম মীরবহর, ছৈলার চর যুব সমাজ আশার আলো যুবসংঘের সভাপতি মো. অলি উল্লাহ আহাদ, উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক এমএম তারিকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওজোপাটিকোর উপজেলা আবাসিক প্রকৌশলী দিপক মিস্ত্রী, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, মো. জুয়েল মাসুমসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ তাদের পরিবারের সদস্যরা।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুনের সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজন করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে মো. শাখাওয়াত হোসেন অপু সিকদারকে সভাপতি, মো. মইনুল হোসেন জমাদ্দার উজ্জ্বলকে সাধারণ সম্পাদক, সাইফুর রহমান জাকিরকে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা ও রাজিব চন্দ্রকে দপ্তর সম্পাদক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.