বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠি কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. নাজমুল হোসেনকে চেক প্রত্যাখানের মামলায় এক (০১) বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকালে ঝালকাঠি ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করছেন আদালতের বেঞ্চ সহকারী সমাজপতি বিষয়টি নিশ্চিত করছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে মো. নাজমুল হোসেন ঝালকাঠি সদরের খাদ্য গুদামের কর্মকর্তা থাকাকালীন সময়ে খাদ্য পরিবহন ঠিকাদার আবুল বাশার শামীমের কাছ থেকে ১৪ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। এর বিপরীতে তিনি ঠিকাদার আবুল বাসার শামীমকে ১৪ লাখ টাকার একটি চেক প্রদান করেন। পরে বকেয়া টাকা পরিশোধ না করায় এবং ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ঠিকাদার আবুল বাসার শামীম বর্তমানে কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা (অঃ দাঃ) হিসেবে কর্মরত মো. নাজমুল হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করেন। সেই মামলা বিচারিক আদালত ঝালকাঠি ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, এ মামলায় ৫০ ভাগ টাকা অর্থাৎ ৭ লাখ টাকা আদালতে জমা দিলে আসামি জামিন পাবেন। আসামিপক্ষ ০৭ লাখ টাকা জমা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.