নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের শিক্ষার্থী মো. রাকিব ও দক্ষিন চেঁচরী গ্রামের ঢাকার একটি বেসরকারী কম্পানির কর্মচারী মো. সুজন খান এর পরিবারকে ২ লাখ করে ৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শহীদদের পরিবারের কাছে এ অনুদানের অর্থ হস্তন্তর করেন।
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথির ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাঊন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান, কাঠালিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাইদুর রহমান, কাঠালিয়া উপজেলা জাময়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. নাসির উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদানের পাশাপাশি এই দুই শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দেন বলে জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.