ঝালকাঠির কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী দুর্ধষ সন্ত্রাসী মো.মামুন মীরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় কাঁঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল রুপাতলী বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন মীর (৩৫) বলতলা গ্রামের আবদুল মন্নাফ মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মংচেনলা।
থানার ওসি মংচেনলা জানান, গত বছরে (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের (অন্তাই রাস্তা এলাকায়) শাহাদুর হাওলাদার নামের এক কৃষককে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় মামুন। এ ঘটনায় মামলা হলে আতœগোপনে ছিলেন। বরিশাল শহরে বাসা ভাড়া করে বসবাস করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে থেকে আটক করা হয়। মামুনের বিরুদ্ধে উপজেলার বলতলা গ্রামের কার্তিক ডাক্তারের ঘরে ডাকাতি ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
থানার ওসি মংচেনলা বলেন, গ্রেফতারকৃত মামুনকে রিমান্ড আবেদন জানিয়ে ডাকাতি মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.