নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি নির্জন সিকদারের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভূক্তোভূগির স্বজন ও সচেতন নাগরিক সমাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আবির লস্কর, আবদুল কুদ্দুসসহ আরো অনেকে। এ সময় বক্তারা জানান, একটি শিশুর উপর এমন জঘন্য ধর্ষণ চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রতিনিয়ত মামলার বাদী শিশুটির মাকে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে।
শিশুটির মা দোলা দাস জানান, গত মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে। পরে এ ব্যাপারে আমি কাঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে। অভিযুক্ত নির্জন সিকদার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.