নিজস্ব প্রতিবেদক:
আগামী শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঝালকাঠির কাঠালিয়া উপজেলাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলা ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩ কেভি গ্রিড লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময়ে তাদের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখা হবে। উক্ত সময়ের মধ্যে বিদু্যৎ অফিসকে অবহিত না করে কেউ গাছ কর্তন ও সঞ্চালন তারের আসে পাশে না যাওয়ার জন্যও বলা হয়েছে। জরুরী প্রয়োজনে যে কোন সময় লাইন সঞ্চালন করা হতে পারে।
তারা আরো জানায়, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং এ সময়ে বিদ্যুৎ নির্ভর কাজগুলো আগেভাগে সেরে ফেলার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার এ বিষয়ে উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর স্বাক্ষরিত একটি দপ্তরাদেশ প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি দেখতে ডাউনলোড এর উপর ক্লিক করুন
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.