বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ওয়ারেছ আলী হাওলাদার (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা খালের মোহনা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। মৃত ওয়ারেছ আলী হাওলাদার শৌলজালিয়া (সেন্টারের হাট) গ্রামের বাসিন্দা এবং একজন মানসিক ভারসাম্যহীন রোগি ছিলেন।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, মৃত ওয়ারেছ আলী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। সে গত রবিবার ( ২ জুন) নিজ বাড়ীর খালে ওযু করতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁিজর পর তার লাশ মঙ্গলবার সকালে বলতলা খালের মোহনায় পাওয়া গেছে। পরে লাশ বাড়ী নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, ওয়ারেছ আলী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। তাঁর ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.