বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারাদেশে ১৮ হাজার ৫৬৬টি ঘর উপকারভোগীদের হাতে জমি সহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঠালিয়া উপজেলায় ৫ম পর্যায় ২য় ধাপের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হাতে তুলে দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপত্বিতে হস্তান্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সঞ্জয় দাস, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণভবন থেকে প্রচারিত দোয়া মোনাজাতে অংশ নেন কাঠালিয়া সমাবেশের অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, এ উপজেলায় সর্বমোট ৬০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.