ঝালকাঠি প্রতিনিধিঃ
বাজার শেষে মায়ের সাথে বাড়ি ফেরা হলো না ঝালকাঠির কাঠালিয়ার সালমা নামের এক নারীর। তিনি ব্রীজ থেকে খালে পড়ে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে এ ঘটনা ঘটে। নিখোঁজ সালমা আক্তার (২৫) উপজেলার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।
স্থানীয়রা জানান, বিকেলে মা বিলকিস বেগমের সাথে সাতানি বাজারে আসে সালমা। বাজার শেষে বাড়ির ফেরার জন্য ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ওঠে। ব্রীজের চওড়া কম হওয়ায় ইজিবাইক যাতে পাশ কাটিয়ে যেতে পারে সেজন্য ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করেন সালমা। তখন তিনি পা ফসকে খালে পড়ে নিখোঁজ হয়।
কাঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, খবর শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের অভিযান চালাচ্ছে। তবে বরিশাল থেকে ডুবুরি দল এলেও রাত হয়ে যাওয়াতে এখনো অভিযান শুরু করেনি ডুবুরি দল।
আরও পড়ুন : কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.