বিশেষ প্রতিনিধি:
সারাদেশে অনাবৃষ্টি ও তীব্র দাপদাহ অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশ পানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।
আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে খুতবা পাঠ করেন ইঞ্জিনিয়ার মাওলানা মোঃ আহসান উল্লাহ খান সবুজ এবং ইমামতি করেন তালগাছিয়া মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কুদ্দুস। দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল হক সাহেব।
এ সময় শিশু, যুবক, মধ্য বয়সী বৃদ্ধসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলনান ইস্তসকার নামাজ আদায় শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন এবং আল্লাহতালার দয়া ও রহমতের আশায় কান্নায় ভেঙে পরেন।
গত কদিনে ধরে ঝালকাঠির কাঠালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদ গড়মে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.