ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির-বাকশিস (সেলিম ভুইঁয়া) উদ্যোগে উপজেলা কমিটি গঠন ও ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী) মরহুম বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারে অনুষ্ঠিত হয়।
উপজেলা বাকশিসের আহবায়ক ও আমুয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বাকশিসের সদস্য সচিব ও মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, ড. সেকান্দার হায়াত খান কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, আমুয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম, আমুয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, আমুয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বাকশিস জেলা কমিটির সদস্য অমরেশ রায় চৌধুরী, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জ্যেষ্ঠ এসএম ফয়সাল, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. নুরুজ্জামান প্রমূখ।
সভায় প্রতিটি কলেজ থেকে ঢাকার কেন্দ্রীয় সম্মেলনে যাওয়া সহ ঢাকার সম্মেলন শেষে পরবর্তীতে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.